নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স গেটে ডিসইনফেকশন বুথ স্থাপন
প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন | থানার কথা

নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স গেটে বসানো হয়েছে ডিসইনফেকশন বুথ। আইইডিসিআর কর্তৃক নারায়ণগঞ্জ জেলাকে কোভিড-১৯ আক্রান্ত ক্লাস্টার এলাকা ঘোষণা করায় পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এর ঐকান্তিক প্রচেষ্টায় বেসরকারিভাবে গত ১৯ এপ্রিল, ২০২০ পুলিশ লাইন্স গেটে এটি স্থাপন এবং চালু করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, ডিসইনফেকশন বুথটি স্বয়ংক্রিয়ভাবে কোন ব্যক্তি এ বুথে প্রবেশ করলে জীবাণু নাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করবে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সদস্যরা দিন ও রাতে কোভিড-১৯ সংক্রমণ এলাকায় ডিউটিতে নিয়োজিত থাকেন। অনেক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যেতে হচ্ছে তাদের। পুলিশ সদস্যদের কোভিড-১৯ ঝুঁকিমুক্ত রাখার প্রচেষ্টা হিসেবে এ বুথ ২৪ ঘন্টা চালু থাকবে।