আনোয়ারা খানম এর কবিতা "স্বপ্ন"

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৩ অপরাহ্ন   |   সাহিত্য

আনোয়ারা খানম এর কবিতা "স্বপ্ন"


"স্বপ্ন"

--আনোয়ারা খানম

স্বপ্ন সেতো আশার আলোকবর্তিকা

চলার গতি,

স্বপ্ন ছাড়া আঁধার  পৃথাবী নিভু নিভু

চোখের জ্যোঁতি।

স্বপ্ন ছিল তাই তো কঠিন  সংগ্রামের পর

স্বাধীন ভূমি,

স্বপ্নের পথ ধরেই বিশ্ব সমাজে উঁচু শির

প্রিয় মাতৃভূমি।

জনকের স্বপ্ন, জনতার স্বপ্ন,  স্বয়নে স্বপনে

হৃদ গহীণে,

মেলুক ডানা সরবে নিরবে প্রিয় মাতৃভূমি র

কাননে কাননে।

হারিয়ে গেলে স্বপ্ন স্বাধ বাঁচার তো থাকে না

কোন পথ,

কী আশায় বাসা বাঁধা! মুখ থুবড়ে পড়ে দূরন্ত

আনন্দ রথ।

স্বপ্নরা বাসা বাঁধুক প্রিয় মাতৃভূমি র

পরতে পরতে,

মানব মানবীর নয়নে নয়নে, নিত্য

জীবন যাপনে।

এ দেশ এ মাটিকে ভালোবেসে, এগিয়ে চলি

স্বপ্ন পূরণে,

হাতে হাত ধরে, নির্মল মনে, দৃষ্টি  নিক্ষেপ করি

সুদূর পানে।।


আনোয়ারা খানম

মিরপুর,ঢাকা, ২৩ ০৯.২০।

সাহিত্য এর আরও খবর: