আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা পইড়া মারা গেছেন : ফেসবুকে আসিফ নজরুলের বক্তব্যকে ব্যঙ্গ করে পোস্ট শাওনের

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০২:১৫ অপরাহ্ন   |   রাজনীতি

আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা পইড়া মারা গেছেন : ফেসবুকে আসিফ নজরুলের বক্তব্যকে ব্যঙ্গ করে পোস্ট শাওনের
শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই- এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এবার তার বক্তব্যকে ব্যঙ্গ করে পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। শাওনের ফেসবুক পোস্ট লিংক : https://www.facebook.com/share/p/15oCYHqDEm/ পোস্টে শাওন লিখেছেন, ১৯৭১ সকালে পাকিস্তানি সেনাবাহিনী আসলে কিছুই করে নাই। আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা পইড়া মারা গেছেন। এর নিচে তিনি হ্যাশট্যাগ হিসেবে যুক্ত করেছেন তুই রাজাকার। এর আগে ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইলে আসিফ নজরুল এক পোস্টে লিখেছেন, শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি। তিনি লিখেছেন, ‘শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী-কিশোর-শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা।’ যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় বলে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা। আসিফ নজরুল আরও বলেন, ‘কিন্তু তাই বলে তার নৃশংসতার সঙ্গে একাত্তরে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার। দুটোই জঘন্যতম অপরাধ। আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

রাজনীতি এর আরও খবর: