আবার এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন | জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করা হয়েছে। গতকাল বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী এ মন্ত্রণালয়কে পুনর্গঠন করা হয়েছে। এতে জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের কার্যক্রম এখন একজন সচিবের অধীনে পরিচালিত হবে।
২০১৭ সালের ১৯ জানুয়ারি এই দুই বিভাগ করা হয়েছিল। এগুলোকে এক করতে ২০২৪ সালের নভেম্বরে সিদ্ধান্ত হয়। বিভাগ দুটির কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে একত্রিতকরণের সিদ্ধান্ত হয়। জননিরাপত্তা বিভাগের অধীনে ছিল পুলিশ সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড, ন্যাশনাল টেলিকমিউনেকশন মনিটরিং সেন্টার। সুরক্ষা বিভাগের অধীনে ছিল পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।