ইবির লালন শাহ্ হলের নতুন প্রভোস্টের দায়িত্বগ্রহণ
প্রকাশ: ১৮ মে ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন | শিক্ষা
তারিক সাইমুম (ইসলামী বিশ্ববিদ্যালয়) :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ্ হলের ১৪তম প্রভোস্টে হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আকতার হোসেন দায়িত্বগ্রহণ করেছেন।
বুধবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় হল প্রভোস্টের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে নবনিযুক্ত প্রভোস্টের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। এসময় সদ্য বিদায়ী প্রভোস্টকে ক্রেস্ট এবং নবনিযুক্ত প্রভোস্ট ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ ও বিদায় জানানো হয়।
সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, করোনাকালীন সময়ে আমার দায়িত্বগ্রহণ, সে সময় হল ফান্ড একেবারেই নগণ্য ছিল। পরবর্তীতে আমি এই বিষয়টি থেকে উত্তরণ ঘটিয়ে একটি ভালো অবস্থায় নিয়ে আসার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমি ছাত্র সংগঠন ও মিডিয়ার যথেষ্ট সহায়তা পেয়েছি।
নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেন বলেন, আমি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখন শিক্ষক এবং বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। এখন প্রভোস্টের দায়িত্ব পেয়েছি। সকলের কাছে একটিই প্রত্যাশা করি মূল্যবান যে কোন পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন।

