উখিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ অপরাহ্ন | সারাদেশ

রতন কান্তি দে:
কক্সবাজারের উখিয়ায় ২৫তম জাতীয় ও ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২৩ উপলক্ষে বর্ণাঢ্য রালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (৩ডিসেম্বর)বেলা১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধীদের অংশগ্রহণে রালীত্তোর অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী,উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে,।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, ইউএনডিপির কর্মকর্তা সেলিম উদ্দিন, এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি প্রমূখ পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হাসান।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় নিয়ে এসে তাদের জীবন মান উন্নয়নে আন্তরিকতা মূলক সেবা ও সুরক্ষা দিতে হবে। অনুষ্ঠানের সহযোগিতা ছিলেন এনজিও সংস্থা এইচআই সিডিডি,ব্র্যাক, সুশীলন, ওয়ার্ল্ড ভিশন,শেড, বিজিএস, ও ডিএএম(ড্যাম)।