কুমিল্লার লালমাই উপজেলায় ৩৩৫ সদস্যের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি!
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৫:২২ অপরাহ্ন | জেলার খবর

লালমাই উপজেলা প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার লালমাই উপজেলা শাখার ৩৩৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২ মার্চ) রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার আহবায়ক মুহাম্মদ সাকিব হোসাইন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নোমান হোসেনকে আহবায়ক, বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মারুপ সিরাজীকে সিনিয়র যুগ্ম আহবায়ক, বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের সাদ্দাম হোসেনকে সদস্য সচিব এবং জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো বেলঘর উত্তর ইউনিয়নের পালপাড়া গ্রামের মেহেদী হাসান শুভকে মুখ্য সংগঠক করা হয়েছে।
এছাড়া কমিটিতে আবদুল্লাহ ইমন, মেহেদী হাসান সিয়াম, শাহরিয়া মজুমদার, জাবেদ আহমেদ, কৃষ্ণ চক্রবর্তী, আবদুল্লাহ, শরিফ হোসেন, রেজাউল করিম শিপন, শাহাদাত হোসেন ও নেছার উদ্দিন কে যুগ্ম আহবায়ক, শাহেদুল ইসলামকে সিনিয়র সদস্য সচিব, সামিউল ইসলাম রাহাদ, শাফায়াত হোসেন, আবদুল কুদ্দুস, কবির হোসেন, নাজমুল হুদা রবিন, তারেক, ফাহাদ হোসেন, আদনান লাবিব মজুমদার, তারেক হোসেন, মেহেদী হাসান তুহিন, জিসান মেয়াজি ও ওমর ফারুককে যুগ্ম সদস্য সচিব, আবদুল্লাহ মিয়াজিকে সিনিয়র মূখ্য সংগঠক, শামসুদ্দোহা শান্ত, হাসান আল মাহমুদ, রিজন আহমেদ, তিশাদ মজুমদার, এমরান হোসাইন, জাকারিয়া, আল আমিন, সামিয়া জাহান, হাবিবা সুলতানা, অধরা সিংহ, কোহিনুর, সাকিবুল ইসলামকে সংগঠক, জাহিদুল ইসলাম ফারাবিকে মুখপাত্র ও আবু রজিনকে সহ মুখপাত্র করা হয়েছেন। এদিকে ঘোষিত কমিটিতে ২৯৩জন শিক্ষার্থীকে সদস্য করা হয়েছে। এছাড়া কমিটিতে স্থান পেয়েছেন ৫৫ জন নারী শিক্ষার্থী।