গণপরিবহন ও পণ্য পরিবহন নিরাপত্তা নিশ্চিতকরণে “সুরক্ষা নীতিমালা ২০২৫” নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন | ভিন্ন খবর

আজ সকাল ১০টায় রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর বড় কনফারেন্স রুমে নারী উন্নয়ন শক্তি কর্তৃক দাখিলকৃত “বাস, ট্রাক ও গণপরিবহনে যাত্রী ও মালামাল নিরাপত্তা বিষয়ক সুরক্ষা নীতিমালা ২০২৫” এর খসড়া নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। নীতিমালার মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ডঃ আফরোজা পারভীন।
সভাপতি তার বক্তব্যে বলেন, “নীতিমালার কার্যকর দিকগুলো অবশ্যই বিবেচনায় নেওয়া হবে এবং তা সরকারি উদ্যোগে বাস্তবায়নের পথে অগ্রসর হবে। আমাদের প্রধান লক্ষ্য সকল যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে নারী যাত্রীদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করা। আসুন আমরা এই লক্ষ্যে সকলে মিলে কাজ করি”
ডঃ আফরোজা বলেন, প্রতিদিন সকালবেলা কাজে যাবার সময় যদি বাসে একজন নারী যৌন হয়রানির শিকার হয় তবে সে ট্রমার শিকার হয়ে কর্মক্ষেত্রে মনোনিবেশে বাধাগ্রস্ত হয়। বিকালের ঘরের ফেরার সময় সে যৌন হয়রানি হলে আবারো ট্রমাটাইজড হয় এবং বাড়ির মানুষের সাথে তার সুষ্ঠু আচরণ ব্যাহত হয়। এতে কর্মক্ষেত্র এবং পরিবার দুটোই ক্ষতিগ্রস্ত হয়।
প্রস্তাবিত নীতিমালার মূল উদ্দেশ্য ছিল: গণপরিবহনে নারী, শিশু, প্রতিবন্ধী ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। চালক ও হেলপারদের শৃঙ্খলা, ইউনিফর্ম, প্রশিক্ষণ ও দায়িত্ববোধ বৃদ্ধি। ছিনতাই, অজ্ঞান পার্টি, ডাকাতি ও যৌন হয়রানির মত অপরাধ প্রতিরোধ। মালবাহী পরিবহনে মালামাল নিরাপত্তা নিশ্চিতকরণ।পরিবহন খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের কার্যকারিতা বৃদ্ধি।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন রাজু, নারী উন্নয়ন শক্তির জেন্ডার উপদেষ্টা ডঃ মোঃ জাহেদুল হাসান, কমিউনিকেশন উপদেষ্টা ডঃ সুলতান মোহাম্মদ রাজ্জাক এবং অন্যান্য বিশিষ্টজনেরা।
সভায় বিআরটিএ-এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বাস-ট্রাক মালিক সমিতি, পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন অংশীজনেরা অংশগ্রহণ করেন এবং গঠনমূলক মতামত প্রদান করেন।