চবিতে সংঘর্ষ : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার নিন্দা শিবিরের
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন | রাজনীতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার নিন্দা জানিয়ে চার দফা দাবি জানিয়েছে ছাত্রশিবির। আজ (সোমবার) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা নিজেদের দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চবি শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনি, চবি শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজসহ অন্যান্য নেতারা।সংবাদ সম্মেলনে শিবির নেতারা অভিযোগ করেন, শনিবার রাত থেকে রোববার পর্যন্ত হামলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাটহাজারী থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রশাসনের তত্ত্বাবধানে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে এলাকা অস্ত্রমুক্ত করা, ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখার দাবি জানানো হয়। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।