জকিগঞ্জে ৫ দিনব্যাপী স্কাউটেরকাব ক্যাম্পুরি সম্পন্ন

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন   |   সারাদেশ

জকিগঞ্জে ৫ দিনব্যাপী স্কাউটেরকাব ক্যাম্পুরি সম্পন্ন


শিব্বির আহমদ, (সিলেট):

সিলেটের জকিগঞ্জ উপজেলা কাব স্কাউটের ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরি গত ২৬ ফেব্রুয়ারী রবিবার ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনে সম্পন্ন হয়েছে।

ইমদাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র দাস এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কাউট ব্যক্তিত্ব ও সিলেট আঞ্চলিক স্কাউটের কোষাধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, সিলেট জেলা স্কাউটের সহ সভাপতি আবুল কালাম আজাদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা স্কাউটের কমিশনার বিশ্বজিত রায় ও সীতাংশু বিশ্বাস।  

উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোঃ বদরুল আলমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে ৭২ দলের কাব, কাব লিডার, স্বেচ্ছাসেবী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা, ক্যাম্পুরী পতাকা ও কাব পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন শেষে গ্র্যান্ড ইয়েল সহ প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়। এতে নেতৃত্ব দেন স্কাউটার আসমা বেগম ও সোহেল আহমদ। শেষে প্রথা অনুযায়ী বাঁশি বাজিয়ে পতাকা নামানোর মাধ্যমে ক্যাম্পুরির আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষ নেতৃত্ব গড়ে তোলতে স্কাউট অগ্রণী ভূমিকা পালন করে। স্কাউটরা সুশৃঙ্খল নিয়মাবর্তী, দায়িত্বশীল ও নেতৃত্বের গুণাবলী তৈরীর লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে। নেতিবাচক কর্মকান্ড রোধ করতে সমাজে স্কাউটিং কার্যক্রমের সম্প্রসারণ ঘটাতে হবে। বক্তারা লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্কাউটে অংশ গ্রহণ করে দক্ষতা অর্জনের আহবান জানান। (বিজ্ঞপ্তি)

সারাদেশ এর আরও খবর: