জাবির আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন | শিক্ষা
মাহমুদুল হাসান ( জাবি প্রতিনিধি ) :
প্রায় ৭ বছর পর শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন-২০২৩ আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২১ টি হলে কর্মীসভা আয়োজনের ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগ। এই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) আ ফ ম কামালউদ্দিন হলের সম্মেলন কক্ষে এ কর্মী সভার আয়োজন করা হয়।
এসময় শাখা ছাত্রলীগ ও হল ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় জাহিদুজ্জামান শাকিল ও সামিউল জয় এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান লিটন সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় হলের নেতা-কর্মীদের মাঝে বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সিকদার মাসুদ, সহ-সভাপতি রাইসুল ইসলাম জীবন, সাংগঠনিক সম্পাদক ফরাদ হোসেন, সহ-সভাপতি মুহিত হাসান জয়, পাঠাগার বিষয়ক সম্পাদক তৌকির আহমেদ রোমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাদমাম হোসেন, উপ-প্রচার সম্পাদক প্রসেনজিৎ কুমার, ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান রিফাত, উপ-ক্রীড়া সম্পাদক ওয়াহীদ তাওসিফ অনিক, উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম জিহাদ, সহ সম্পাদক সজল সাহা, উপ-সাংস্কৃতিক সম্পাদক আশেক মাহমিদ সোহান, সহ সম্পাদক এম আবীর হোসেন, উপ-আন্তর্জাত্তিক বিষয়ক সম্পাফক জিসান আহমেদ রনি , সহ সম্পাদক আরশাদ গালিব হিমেল, ছাত্রলীগ কর্মী আনোয়ার সাদাত লুবন, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার শুভ, সদস্য শাহরিয়ার আলম ইফাজ, সদস্য শরিফুল ইসলাম সোহান ও ছাত্রলীগ কর্মী ইমাম মাহমুদ রিসান প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজ সন্ত্রাসমুক্ত, সেশন জটমুক্ত। মনে রাখতে হবে আমরা আগে শিক্ষার্থী তারপর ছাত্রলীগ কর্মী। আপনারা পড়াশুনার জায়গাটা ঠিক রাখবেন। আমাদের কমিটির যত সফলতা সেগুলো আমরা আমাদের কর্মীদের উৎসর্গ করলাম।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার আসলেই বাংলাদেশের উন্নতি হয়। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত করার জন্য আমাদের এই কর্মীসভা। আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করেই আমরা ঘরে ফিরবো। যখন থেকে আপনারা এই হলের দায়িত্ত্ব গ্রহণ করবেন আপনারা হলের ডাইনিং, ক্যান্টিন, রিডিং রুম সহ শিক্ষার্থীদের সকল সুবিধা-অসুবিধার বিষয় আপনারা দেখবেন। আমি মনে করি আ ফ ম কামালউদ্দিন হলের আজকের এই কর্মীসভা সফল হয়েছে।
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, দেশরত্ন শেখ হাসিনার নিকট আমাদের দাবি থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্যদের যেন কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন করা হয়। আমরা দায়িত্বে আসার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলাম এবং এর নির্মূল নিয়ে আওয়াজ তুলেছি।
তিনি আরো বলেন, আমরা যারা ছাত্রলীগ করি আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। আমরা বিশ্বাস করি সামনের যে নির্বাচনে হবে সেটা হবে স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন, সেই নির্বাচন বাইরের কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের নির্বাচন হবে না। আমরা বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবো।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৭ সালের ২২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এরপর প্রায় সাত বছর হতে চললেও জাবি শাখা ছাত্রলীগের কোন কর্মীসভা ও হল কমিটি গঠিত হয়নি।

