ঝালকাঠিতে এককেজি গাঁজাসহ যুবক আটক

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৫১ পূর্বাহ্ন   |   পুলিশ প্রশাসন

ঝালকাঠিতে এককেজি  গাঁজাসহ যুবক আটক


মোঃ রাজু খান (ঝালকাঠি ) : ঝালকাঠিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার বিকেল সাড়ে ৫টায় নলছিটির উপজেলার ষাটপাকিয়া এলাকার মাদক  কারবারি জসিম হাওলাদার(৩৭)কে আটক করা হয়। আটককৃত জসিম ঈশ্বরকাঠি গ্রামের মৃত.আজহার হাওলাদার এর ছেলে।


গোপন সংবাদ ভিত্তিতে ডিবি ইন্সপেক্টর মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে বৈরী আবহাওয়ায় এ অভিযান পরিচালনা করেন। আটককৃত জসিমের কাছে থাকা একটি শপিং ব্যাগে এক কেজী গাজা রক্ষিত ছিল।

আটককৃত জসিম এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে নলছিটি থানায় মামলা প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেন ইন্সপেক্টর মেহেদী হাসান।








পুলিশ প্রশাসন এর আরও খবর: