নিজেদের উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিলো জাবি ছাত্রলীগ
প্রকাশ: ০১ মে ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন | শিক্ষা
মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :
ধান কাটার শ্রমিকদের অপ্রতুলতায় অসহায় কৃষকের জমির ধান কাটতে সাহায্যের হাত বাড়িয়ে দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) শাখা ছাত্রলীগ।
সাভার উপজেলার মিরেরটেক এলাকায় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন এর সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হয়।
সোমবার(১লা মে) সকাল ১০ টায় শাখা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহনে সাভার উপজেলার মিরেরটেক এলাকার সেই কৃষকের জমির ধান কেটে দেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশে এ কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এসময় ধান কাটায় কৃষককে সাহায্য করার ব্যাপারে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, 'আজকে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সাভারের মিরেরটেক এলাকার দুই কৃষকের ধান কেটে দিয়েছি। প্রচণ্ড তাপদাহে সাধারণ কৃষক মাঠে স্বস্তিতে কাজ করতে পারছেন না। এ ছাড়া শ্রমিক সংকটও রয়েছে। ফলে অনেকেই পাকা ধান সময়মতো ঘরে তুলতে পারছেন না। বাংলাদেশ ছাত্রলীগ দেশের মানুষের দুঃখ-কষ্টে ও বিভিন্ন দুর্যোগে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।'
এছাড়া জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, 'অনেক কৃষক শ্রমিকের অভাবে তাদের জমির ধান ঘরে তুলতে পারছে না। তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুপ্রেরণায় আমরা এ কার্যক্রম পালন করেছি। আমরা দু'জন কৃষকের ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি।'
তিনি আরো বলেন, তীব্র দাবদাহ ও শ্রমিকের অভাবে কৃষক সময়মত ধান বাড়িতে তুলতে পারছেনা। তাই, ছাত্রলীগের পক্ষ থেকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। অতীতের মতো দেশের মানুষের দুর্দিনে বাংলাদেশ ছাত্রলীগ বরাবর মতো এভাবে সবসময় পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

