পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষে সিলেট এম সি কলেজ তালামীযের মুবারক র্যালী ও সমাবেশ
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন | জেলার খবর

পবিত্র ঈদে মীলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট এমসি কলেজ শাখার উদ্যোগে এক মুবারক র্যালী ১৫ সেপ্টেম্বর সকালে কলেজ প্রাঙ্গণ হতে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালি ও পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
তালামীযে ইসলামিয়া সিলেট এমসি কলেজ শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও আবু সালেহ মামুন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সহ সভাপতি আরিফ হোসাইন সামাদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সাধারণ সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, সহ প্রচারণা সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ও আব্দুল মুন্তাসির খান, সদস্য মারজান তালহা, রেজউল ইসলাম কাওছার, নাঈম আহমদ, এম. সি. কলেজ তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি কাওছার আহমদ, সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম মুজাহিদ, নাবেদ হোসেন, শামসুল ইসলাম সাদিক, আলী আহমদ চৌধুরী, নোমান আহমদ, আব্দুল হক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, শাহপরান থানা সভাপতি মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা কলেজের সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আহমদ।
উপস্থিত ছিলেন এম.সি কলেজ শাখার সহ সভাপতি সায়েম মিয়া ও ছালিম আহমদ, সহ সাধারণ সম্পাদক ছাব্বির আল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক সাহেদুদুর রহমান নাবিল, আব্দুল লতিফ ঘোরী, শাহাব উদ্দিন শিহাব, প্রচার সম্পাদক আবু সাঈদ মোঃ ইব্রাহিম, সহ প্রচার সম্পাদক কাওছার আহমদ, সাইদুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক হাফিজুর রহমান কামরান, সহ অফিস সম্পাদক আলী আশরাফ, প্রশিক্ষণ সম্পাদক মারুফ আহমদ, রায়হান আহমদ, মহসিন মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক মোফাজ্জল আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক নূর আহমদ, আহমদ আল মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুর রহমান জামি, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবাদুর রহমান, আব্দুল্লাহ আল হাদী, সদস্য সুলতান আহমদ, আব্দুস সামাদ প্রমুখসহ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা ও দু’আর মাধ্যমে শুরু হওয়া র্যালিতে প্রিয়নবীর শানে কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন, প্লেকার্ড র্যালীতে শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্রজনতার কণ্ঠে উচ্চারিত হয় প্রিয় নবীজির প্রসংশাগীতি, সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি-ওয়া সাল্লিম, বালাগাল উলা বিকামালিহি, শামছুদ্দোহা আসসালাম , রাসূল সা.-কে নিবেদিত কালজয়ী এরকম অগণিত নাত এর সুর আকাশ বাতাস মুখরিত করে।