প্রিয় প্রাঙ্গনে মিলিত হলো বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৮৭ ব্যাচের বন্ধুরা

 প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন   |   জেলার খবর

প্রিয় প্রাঙ্গনে মিলিত হলো বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৮৭ ব্যাচের বন্ধুরা


লালমাই উপজেলা প্রতিনিধি:


১৯৮৭ সালে এসএসসি পাশের পর কেটে গেছে ৩৮ বছর। মাধ্যমিকের গন্ডি শেষে দীর্ঘ এই পথচলায় কর্মক্ষেত্র নিয়ে বন্ধুদের একেকজন চলে গেছেন একেক পেশায়। কেউ সরকারি কর্মকর্তা, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইনজীবী, কেউ ব্যবসায়ী, কেউবা প্রবাসী।  'বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারাজীবন' এ স্লোগানে কুমিল্লার লালমাই উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ বাগমারা উচ্চ বিদ্যালয় ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে অর্ধশতাধিক বন্ধুর অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১৬ মে) বাগমারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও কুমিল্লা জেলা স্কাউটের সম্পাদক মো: কুদরত উল্লাহ।


৮৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কাজী ইকবাল হোসেন কাজল ও সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল গফুর, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক সাধন মিত্র সিংহ, বর্তমান প্রধান শিক্ষক মনির আহমেদ, ৮৭ ব্যাচের প্রাক্তণ শিক্ষার্থী আমেরিকা প্রবাসী অধ্যাপক মোজাম্মেল হক, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, জনশক্তি ব্যবসায়ী আর ডি রণি, নোয়াখালী প্রাইম হসপিটালের জি.এম শহিদুল ইসলাম, লোলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞানের মাস্টার ট্রেইনার) মো: মাকসুদ আলম, ও ইমাম হোসেন প্রমুখ।


৮৭ ব্যাচের এডভোকেট স্বপন কুমার দেবনাথ, জেনারেল মেডিকেল এসোসিয়েশন অব লালমাই এর সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক শাহ আলম, এনামুল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল করিম, জাহাঙ্গীর হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক লুৎফুন নাহার স্বপ্না, কোহিনুর আক্তার চৌধুরী বেবি, শ্যাফালী রানী দাস, অরুণ দেবনাথ, মনিন্দ্র দেবনাথসহ অনেকে।


দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজখবর নেন পুরনো বন্ধু এবং তাদের পরিবার পরিজনের। অনেকেই এ-সময় স্কুল জীবনের মজার মজার স্মৃতিচারণায় মেতে উঠেন। বহুদিন পর প্রিয় বন্ধুদের পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এভাবে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। বন্ধুদের কুশল বিনিময়, পরিচিতি সভা, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, গান, র‍্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণ করার মাধ্যমে সমাপ্ত হয় পুনর্মিলনী। অনুষ্ঠানের শুরুতে ৮৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করে কবি ফারুক আহমেদ এবং অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অধরা মিত্র সিংহ।

জেলার খবর এর আরও খবর: