বশেফমুবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৩, ০৬:৩৩ অপরাহ্ন   |   শিক্ষা

বশেফমুবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মোঃ সাদেকুল ইসলাম সাকিব (বশেফমুবিপ্রবি) : 


যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের মূর‌্যালেও।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত), প্রক্টর (ভারপ্রাপ্ত), পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ, ছাত্রলীগ বশেফমুবিপ্রবি শাখা, বঙ্গবন্ধু পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধাজ্ঞাপন শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, বাঙালির জাতীয় জীবনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিশেষভাবে তাৎপর্যময়। আবেগ ও ভালোবাসাময় একটি দিন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বাঙালি নয়মাসের যুদ্ধ শেষে বিজয় অর্জন করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। কিন্তু ৭২’র ১০ জানুয়ারি তাঁর মুক্ত জন্মভূমিতে পা ফেলার মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

‘যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা তাঁকে ধরে রাখতে পারিনি। এখন তাঁর সুযোগ্য কন্যা জাতির পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে চলেছেন। দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য বর্তমান সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে ।‘

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষা এর আরও খবর: