বাংলাদেশ ব্যাংকে স্টার্টআপ ফান্ডের চেক হস্তান্তর করলো আইএফআইসি ব্যাংক
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সার্কুলার অনুযায়ী বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি গঠন ও কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসি ৮,০০,৫৭,০৮০ টাকা (আট কোটি সাতান্ন হাজার আশি টাকা মাত্র) পরিমাণ অর্থের একটি চেক বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে।
গত বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-এর পরিচালক জনাব নওশাদ মুস্তাফা-এর নিকট চেকটি হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম এবং হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ।
এই উদ্যোগের মাধ্যমে আইএফআইসি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের নীতিগত কার্যক্রমের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালীকরণে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখছে।
