বাগমারা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকগণের সাথে মতবিনিময় সভা

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন   |   জেলার খবর

বাগমারা উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকগণের সাথে মতবিনিময় সভা


কুমিল্লার লালমাইয়ের শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সনের এসএসসি পরীক্ষায় মান সম্মত ফলাফল ও নৈতিক শিক্ষা অর্জনের লক্ষ্যে ৯ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার ৩০ আগষ্ট সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে সম্প্রতি এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন বিদ্যালয়ের খন্ডকালীন ইংরেজি শিক্ষক মো: আবদুর রব।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মনির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময়  সভায় শিক্ষার্থী ও অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের সমস্যা ও মতামত তুলে ধরেন। এছাড়া  শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীন এসসিআরডিপি প্রজেক্টের প্রকল্প পরিচালক  প্রকৌশলী মো: আবদুস সাত্তার, চাঁদপুরের কচুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান মো: সোলায়মান মেহেদী

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর উপ-পরিচালক ড. মো: আয়েত আলী, ঢাকা প্রসার্স গ্রুপ অফ কোম্পানিজের সিইও আর ডি রণি, কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার ডা: মো: সাহিদুর রহমান চৌধুরী, উদ্দীপন বাগমারার প্রতিষ্ঠাতা মো: কামাল হোসেন, অভিভাবক সদস্য কাজী আবুল হাসান। সম্মানিত অতিথিদের সবাই বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। 

এই মতবিনিময়সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম। এতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  লিটন চন্দ্র রায়, শিক্ষক প্রতিনিধি মো: আবদুল করিম, নুরুন নবী, আবদুল মমিন বক্তব্য রাখেন। এই মতবিনিময় সভায় সকল শিক্ষকবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশসহ মানসম্মত ফলাফল ও সেই সাথে নৈতিক মানুষ হওয়ার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে  কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

জেলার খবর এর আরও খবর: