মহেশখালীতে বাবুর্চি কল্যান সমবায় সমিতি'র নির্বাচন সম্পন্ন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) :
শান্তিপূর্ণভাবে মহেশখালী উপজেলা বাবুর্চি কল্যাণ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
রবিবার (২৬ শে ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত পৌরসভাস্থ বাবুর্চি কল্যান সমবায় সমিতির কার্যালয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ও উৎসবমুখর পরিবেশে ৬৩ জন ভোটধীকার প্রয়োগ করেছে ভোটার'রা। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল শ'ভাগ।
নির্বাচনে সভাপতি পদে চশমা প্রতীকে ৩১ ভোট পেয়ে রবি আলম নির্বাচিত হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে ফজল করিম চেয়ার প্রতীকে ৩৮ ভোট পেয়ে ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হোসেন আনারস প্রতীকে ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে তালা প্রতীকে ২৯ ভোট পেয়ে নুরুল আজিম পেয়েছেন, এছাড়া সহ-সভাপতি পদে আলী হোসেন দোয়াত কলম প্রতীকে ২৪ ভোট পেলেন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাকের আপেল প্রতীকে ২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে এরশাদুল্লাহ ও কোষাধ্যক্ষ পদে নুরুল আবছার বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে, কেন্দ্রে শাক্তিপূর্ণ নির্বাচন কমিশন বিশেষ গুরু দায়িত্বে নিয়োজিত ছিলেন. মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা তৌহিদা আক্তার, মহেশখালী পৌরসভার কর্মচারী আবুল আসাদ, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক সরওয়ার আলম, বিশিষ্ট টিকাদার ও মহেশখালী প্রেস ক্লাবের আজীবন সদস্য হারুন উদ্দিন রুবেল, মহেশখালী উপজেলা শ্রমীক লীগের সদস্য সচিব নজরুল ইসলাম, দৈনিক দেশবাংলা মহেশখালী প্রতিনিধি নুরুল করিম, নাছির উদ্দীন'সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রির্টানিং অফিসার বলেন, বাবুর্চি কল্যান সমবায় সমিতির নির্বাচনে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। সদস্য'রা তাদের প্রত্যক্ষ ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। নির্বাচনে বিজয়ীরা বাবুর্চি কল্যান সমবায় সমিতির আরও উজ্জীবিত করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

