মেঘনা ব্যাংক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড-এর মধ্যে দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড চুক্তি স্বাক্ষর
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:২৭ অপরাহ্ন | প্রেসরিলিজ

সম্প্রতি, মেঘনা ব্যাংক পিএলসি-এর ৪০০ কোটি টাকার দ্বিতীয় সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর জন্য ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ইস্যুতে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে।
মেঘনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কাজী আহ্সান খলিল এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ রাশেদ হুসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।