যবিপ্রবিতে রাজশাহী জেলা সমিতির নতুন কমিটি গঠন

 প্রকাশ: ২২ মে ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন   |   শিক্ষা

যবিপ্রবিতে রাজশাহী জেলা সমিতির নতুন কমিটি গঠন


শেখ সাদী (যবিপ্রবি প্রতিনিধি):

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( যবিপ্রবি)  যবিপ্রবিয়ান রাজশাহী সমিতি গঠন করা হয়েছে। আগামী এক বছর মেয়াদী কমিটিও ঘোষণা করা হয়।


আজ রবিবার ( ২১ মে) সমিতির উপদেষ্টামন্ডলী ২০২৩-২৪ সালের জন্য প্রথম বারের মতো এই কমিটির অনুমোদন দেয়। এতে সভাপতি পদে গৌরব কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক পদে  আসিফ আহমেদ রাহিক মনোনীত হয়েছেন।


উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন, যবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানজীর আহমেদ ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহাদাৎ জামান।


উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,

সহ-সভাপতি পদে সাদ আহমেদ , কাজিম হাসান, নাজিম উদ্দিন ও মাইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিনুর ইসলাম শিমুল, মোঃ মুশফিকুজ্জামান ও মো. রাজ্জাক হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. নাফিম আলম ও মো. তাসিক হাসান মাহি, কোষাধ্যক্ষ পদে হাসিবুল বান্না সুফল, প্রচার সম্পাদক মো. সজীব হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে রামিশা ইসলাম, বিনয় ভৌমিক, মল্লিকা ঘোষ, শাহরিয়া আক্তার বর্ষা, মায়েশা সামিহা মীম, শরমিলী আক্তার ও হাসিব হাসান,  ক্রীড়া সম্পাদক পদে মোঃ শরিফুল ইসলাম, মো. খায়রুল ইসলাম, ইভেন্ট সম্পাদক পদে সালমান আহমেদ ও আসিফ আল মোমেন, শিক্ষাবিষয়ক সম্পাদক পদে আসিফ শাহরিয়ার ও আদনান আল মুয়ীদ,কার্যকরী সদস্য পদে এখলাশ জুবায়ের,  সাবরিনা আক্তার দৃষ্টি, মেহনাজ তাবাস্সুম, ফারদিন আহমেদ আলভি, মোঃ জিল্লুর রহমান, মোঃ আবু সায়েম, মোঃ আবু সায়েম, সাদিয়া আন্জুম ঐশী, সানজিদা জাহিন খান শিফা, ইয়ামিন হাসান, মো. সাকিব হাসান , মো. নাফিস জাওয়াদ, জুনায়েদ আরিব, মো. সিফাতুল্লাহ, মো. রুবায়ত আহমেদ ইমন, শাম্মাম সাদিক।


শিক্ষা এর আরও খবর: