শরীয়তপুরের নওপাড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
প্রকাশ: ২৭ মে ২০১৯, ০২:৫৮ অপরাহ্ন | মিডিয়া কর্নার
শরীয়তপুরের মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসীরা সিটিজি ক্রাইম টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসানকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এই ব্যাপারে গত ১২ মে ২০১৯ ইং নড়িয়া থানায় মেহেদী হাসান জীবনের নিরাপত্তা চেয়ে একটি
জিডি করেন। জিডি নং ৬০৮।
জানা গেছে, মেহেদী হাসান নড়িয়া উপজেলা প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক।
মাদকব্যবসায়ী, সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে বস্তুনিষ্ঠু নিরপেক্ষ সংবাদ সিটিজি ক্রাইম টিভিতে প্রকাশ করায় সন্ত্রাসীরা মেহেদী হাসানকে হত্যার হুমকি দিয়েছে। সন্ত্রাসীরা বলেছে, তুই সাংবাদিকতা ছেড়ে দে নয়তো জানে মেরে ফেলবো।এ বলে তাকে নিষেধ করার পরেও তিনি সাংবাদিকতার কাজ অব্যাহত রেখেছেন। সন্ত্রাসীদের হুমকি-ধমকীর মুখে পরিবারসহ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এব্যাপারে নড়িয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এই বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শরীয়তপুরের দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম পাইলট বলেন, মাদকের মতো রাষ্ট্রবিরোধীদের বিরুদ্ধে অতীতেও কলম চলেছে ভবিষ্যতেও লেখা অব্যাহত থাকবে।


