সব মত ও পথের আলেমগণকে ঐক্যবদ্ধ করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ০৫:৩৬ অপরাহ্ন | ধর্ম

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে কওমী, আলিয়াসহ দেশের সব মত ও পথের আলেমগণকে ঐক্যবদ্ধ করা হবে বলে জানিয়েছন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
মঙ্গলবার রাতে রাজধানীর মহাখালীতে গাউসুল আজম মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন জমিয়াতুল মোদার্রেশীনের নেতারা।
সংগঠনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিনের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মোমতাজি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক ও জৈনপুরী পীর সাহেব মাহাবুবুর রহমানসহ অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা। সভায় উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের সারাদেশের প্রতিনিধিরা।
দেশের মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন বলেন, উগ্রবাদ ও জঙ্গীবাদ নির্মূলে তাঁরা জনসচেতনতা সৃষ্ট করে চলেছেন।
এসময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি, মাদকসহ সকল অনাচার দূর হবে। এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। দীর্ঘ ৬০ বছরের রাজনৈতিক জীবনের বর্ণনা দিতে গিয়ে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, তাঁর বিরুদ্ধে কেউ ১০ টাকার দুর্নীতির প্রমান করতে পারলে ১০ লক্ষ টাকা দেয়া হবে। ‘একজন রাজনীতিবীদের অবশ্যই স্বচ্ছ আয়ের উৎস থাকতে হবে’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ আদর্শ নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন। শত প্রতিকূলতায় ধর্ম মন্ত্রনালয়কেও দুর্নীতিমূক্ত রাখতে আবারও ঘোষণা দেন তিনি।
পাশাপাশি দেশের সব আলেম সমাজের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।