রামগড়ে মা-মেয়েকে জবাই করে হত্যা
প্রকাশ: ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন | জেলার খবর

।মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, রামগড়, খাগড়াছড়ি সংবাদদাতা: গত ২০ আগস্ট ২০২৫ ইং, বুধবার রাতে রামগড় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা গ্রামে একটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। উক্ত ঘটনায় আমেনা বেগম ও তার মেয়ে রায়হানা আক্তারকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে।পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতেই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এ বিষয়ে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান যে, মা ও মেয়েকে নিজ বাড়িতে গলা কেটে হত্যার ঘটনাটি তদন্তাধীন। কারা এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে এবং কীভাবে ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।