ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৫, ১২:১০ অপরাহ্ন   |   জেলার খবর

ফেসবুকে প্রেম, বিয়ে করতে কুষ্টিয়ায় চীনা যুবক

কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি :

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচয়, প্রেমের টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ নামের এক যুবক। রোববার (২৪ আগস্ট) সকালের দিকে কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে পৌঁছেছেন। এর আগে শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।এ বিষয়ে জানা গেছে, রবিবার দুপুরের দিকে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়ার আদালতে আসেন শি জিং ইউ। আদালতে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।প্রেমিক শি জিং ইউ চায়নার হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে।এ বিষয়ে বৃষ্টির পরিবার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন ওই যুবক। এ জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম সোহান আহাম্মেদ।এ বিষয়ে স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার খাজানগর এলাকার তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় চীনা যুবকের। এরপর দু'জন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করার জন্য চীনা যুবক খাজানগরে ছুটে এসেছেন। 

কুষ্টিয়া আদালতের আইনজীবীরা বলেন, প্রেমের টানে কুষ্টিয়ায় এসেছেন এক চীনা যুবক। তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কারণ খাজানগর এলাকার বৃষ্টি নামের এক মুসলিম তরুণীকে তিনি বিয়ে করবেন।ফেসবুকে প্রথমে তাদের পরিচয় হয়। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

জেলার খবর এর আরও খবর: