কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ১ হাজার ২৯৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

 প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন   |   জেলার খবর

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ১ হাজার ২৯৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত


কুষ্টিয়ায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বন্যার কারণে প্রায় ১ হাজার ২৯৮ হেক্টর জমির উঠতি ফসলসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে স্থানীয় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের আবাদি জমি পানিতে তলিয়ে যাওয়ায় ধান, পাট, সবজি, ভুট্টা, কলা ও মরিচের ফসলের ক্ষতি হয়েছে। 


এ বিষয়ে চিলমারী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গত দুই সপ্তাহ আগে আকস্মিক বন্যায় তাদের ফসল নষ্ট হয়েছে। বিশেষ করে ধানের ক্ষতি তাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।এ বিষয়ে চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, এ মৌসুমে আবাদি ধান দিয়ে বছরজুড়ে খাদ্য চাহিদা মেটানো হয়। ধান ডুবে যাওয়ায় চরবাসী চরম সমস্যায় পড়েছেন। এ বিষয়ে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, এবারের বন্যায় চিলমারী, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের চরাঞ্চলের ১ হাজার ২৯৮ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা ও সহায়তার আশ্বাস দেন।এ বিষয়ে কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. আব্দুল করিম বলেন, ফসলের ক্ষতিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতি নিরূপণ করে তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনা হবে।

জেলার খবর এর আরও খবর: