ফরিদপুরের ভাঙ্গায় তিন দিনের অবরোধ ঘোষণার পর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় তিন দিনের অবরোধ ঘোষণার পর ইউপি চেয়ারম্যান গ্রেফতার


নাজিম বকাউল (ফরিদপুর ) :


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টানা তিন দিনের জন্য মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়ার পর এর প্রধান সমন্বয়ক এবং আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


এ গ্রেফতারের পর, মহাসড়কে সাধারণ মানুষের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এছাড়া, মহাসড়কে এবিসি তিনটি কামান ও একটি জল কামান নামানো হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে কয়েক দিন ধরে এই দুই ইউনিয়নের বাসিন্দারা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছিলেন। সর্বশেষ, শনিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞা তৃতীয় দফায় তিন দিনের জন্য সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেন।


এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন নিশ্চিত করেছেন যে গোয়েন্দা পুলিশ (ডিবি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে প্রশাসন সকল ধরনের প্রস্তুতি নিয়েছে।  মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সারাদেশ এর আরও খবর: