সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন   |   ভিন্ন খবর

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

আবদুল্লাহ আল মামুন (সাতক্ষীরা) : 


সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খানের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্থানীয় মনিরুল ইসলামের কন্যা হুমাইরা আনজুর সঙ্গে যশোরের কেশবপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল (রাফি)-এর বাল্যবিবাহের আয়োজন চলছে। অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে মো. মাইনুল ইসলাম খান বাল্যবিবাহটি বন্ধ করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৯ ধারায় কন্যা পক্ষকে ২০ হাজার টাকা ও বর পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।


ভিন্ন খবর এর আরও খবর: