ফরিদপুরে স্ত্রীর অন্তরঙ্গ ছবি–ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

ফরিদপুরে স্ত্রীর অন্তরঙ্গ ছবি–ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

 নাজিম বকাউল (ফরিদপুর) :

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজের সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাহফুজ সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ভুক্তভোগীর অভিযোগ, বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় মাহফুজ সরকার গোপনে তার অন্তরঙ্গ ছবি ও ভিডিও মুঠোফোনে ধারণ করে রাখেন। পরবর্তীতে বিবাহবিচ্ছেদের পর তিনি সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহফুজ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আইন-আদালত-অপরাধ এর আরও খবর: