ক্লাব নটরডেমিয়ান্স এর উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

ক্লাব নটরডেমিয়ান্স এর উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি


নটরডেম কলেজ ঢাকা এর প্রাক্তন ছাত্রদের সংগঠন “ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল)” এর উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২৬” এর উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আওতাধীন ধরলা নদীর তীরবর্তী চর ভগবতীপুর, ঝুনকার চর, কালির আলগা, গোয়ালপুরি ও পার্বতীপুর গ্রামের ৪০০ এর অধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 


কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসমাইল হোসেন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিটের সাবেক উপ যুব প্রধান সাব্বির আহমেদ এর সহযোগিতায় এবং ক্লাব নটরডেমিয়ান্সের সদস‍্য মেহেদী হাসান শিশির (১৯৯৯) এবং যুগ্ম সচিব নাজমুল আবেদিন (১৯৯৩) সমন্বয়ে ২৩ জানুয়ারি ২০২৬ যাত্রাপুর ঘাটে এই শীতবস্ত্র কর্মসূচি সম্পন্ন হয়। 

উক্ত বিতরণ কর্মসূচিতে ক্লাব নটরডেমিয়ান্সের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাব সদস‍্য হেলাল উদ্দীন খাঁন (ব‍্যাচ-২০০০)। এছাড়াও যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর, কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের মাহফুজুল হক, সাবেক যুব প্রধান সাব্বির আহমেদ ও সদস্যবৃন্দ, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও উল্লেখিত এলাকার শীতার্ত মানুষজন।


উল্লেখ‍্য, ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ক্লাবের CSR কমিটির আহবায়ক খালেদ ফয়সল রহমান জিতু ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, এ শীতে ঢাকা, লালমনিরহাট, নেত্রকোনা, কুড়িগ্রাম এবং ফেনী জেলায় ক্লাবের পক্ষ থেকে শীতার্ত মানুষকে কম্বল বিতরন করা হয়েছে।

ভিন্ন খবর এর আরও খবর: