কোটালীপাড়ার উপজেলার কুশলা ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন সুলতান মাহমুদ (কালু) চৌধুরী

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৩:০১ অপরাহ্ন   |   রাজনীতি

কোটালীপাড়ার উপজেলার কুশলা ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন সুলতান মাহমুদ (কালু) চৌধুরী



চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ (কালু) চৌধুরী ।  নৌকা প্রতিকে আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন । প্রার্থীদের এই জীবন বৃত্তান্ত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে পেশ করা হলে সেখানে প্রার্থীদের আমলনামা দেখে চুড়ান্ত সিদ্ধান্ত দেন আওয়ামীলীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্বাচনে এবার উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে প্রায় ১২৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন চেয়ে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন । এ উপজেলায় ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করার শেষ তারিখ ২৫ নভেম্বর এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।


রাজনীতি এর আরও খবর: