ইলেকট্রনিক ডিভাইস ছাড়াও আরও একটি পৃথিবী আছে: “ড্রিম এলাইভ”

 প্রকাশ: ১৪ মে ২০১৯, ০২:২৫ অপরাহ্ন   |   শিক্ষা

ইলেকট্রনিক ডিভাইস ছাড়াও আরও একটি পৃথিবী আছে: “ড্রিম এলাইভ”

মোহাম্মদ আজিজুর রহমান: বাচ্চারা ছোট বয়স থেকে হাতে তুলে নিচ্ছে ল্যাপটপ, মোবাইল, ব্যাবহার করছে হরেক রকমের অ্যাপ, আর এভাবেই তারা ঢুকে পড়ছে একটি ভার্চুয়াল অনিয়ন্ত্রিত জগতে। আমাদের দেশের প্রায় ৮০ শতাংশ ছেলেমেয়েদের মধ্যে শৈশবে আনন্দময় প্রকৃতিগত অংশ প্রায় অনুপস্থিত, তারা চিনছে না শৈশবের খেলার মাঠ, ডোবা-নদী নালা, পাখ-পাখালি, কাঁদা-মাটি, সবুজ ঘাস, গাছগাছালি আরও কত কিছু।

এরই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে “ড্রিম এলাইভ”। বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের বোঝাচ্ছে যে, ইলেকট্রনিক ডিভাইস ছাড়াও আরও একটি পৃথিবী আছে।

গত ১৩ মে বড়লেখা থানার গ্রামতলা গ্রামে কুতুব আলী একাডেমীতে সচেতনতা মূলক অনুষ্ঠান আয়োজন করে ড্রিম এলাইভ।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজিজুর রহমান বলেন, আমরা চাই যে বাচ্চারা সুন্দর একটি শৈশব যেন পায়। আর তার লক্ষে কাজ করে যাচ্ছি। শহরের স্কুলের সাথে সাথে গ্রামের স্কুলের বাচ্চাদেরকেও সচেতনতার বার্তা পৌছে দেওয়ার চেষ্টা করছি।
অনুষ্ঠানে স্কুলের পরিচালক, শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষার্থীরাও এ সচেনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।বিজ্ঞপ্তি

শিক্ষা এর আরও খবর: