মাধবপুরে পূজা মণ্ডপে দায়িত্ব পালনে আনসার ভিডিপিকে নির্দেশনায় ওসি রাজ্জাক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০১:২৭ পূর্বাহ্ন | জেলার খবর

শেখ জাহান রনি (মাধবপুর, হবিগঞ্জ): প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে দায়িত্ব পালনে আনসার ভিডিপিকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে আনসার ভিডিপিকে দিকনির্দেশনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মাধবপুর আনসার ভিডিপির কর্মকর্তা কামরুল হাসান, মাহমুদ আক্তার, প্রেসক্লাবের সভাপতি মোহাঃ অলিদ মিয়া, সম্পাদক সাব্বির হাসান আকাশ, সানাউল্লাহ হক চৌধুরী, শেখ জাহান রনি সহ প্রমুখ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক আসন্ন দূর্গা পূজা উপলক্ষে দায়িত্ব পালনে আনসার ভিডিপিকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি জানান, আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পৌরসভা ও উপজেলার মোট ১২২টি মন্ডপে পূজা উদযাপন করা হবে। সবগুলা মণ্ডপে সব সময় আনসার ভিডিপি তৎপর সচেতন থাকতে হবে। পূজা শেষ না হওয়া পর্যন্ত সর্বদা সতর্ক থেকে নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।