মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য হলেন কেফায়েত শাকিল

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ১১:৪৩ অপরাহ্ন   |   সফলতার গল্প

মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য হলেন কেফায়েত শাকিল

সামুদ্রিক পরিবেশ ও অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের (এমজেএন) ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সময় টিভির প্রতিবেদক কেফায়েত শাকিল।


এমজেএন’র নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দি নিউনেশনের মাহমুদ সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে নাগরিক টিভির মুহম্মদ ফরহাদ হোসেন নির্বাচিত হয়েছেন।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) দ্বিতীয় তলায় অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে আগামী দুই বছরের জন্য (২০২০-২০২১) এ কমিটি ঘোষণা করা হয়েছে।


কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কাওসারা চৌধুরী কুমু (ডিবিসি নিউজ), যুগ্ম-সাধারণ সম্পাদক আবু আলী (আমাদের সময়), অর্থ-সম্পাদক শাহ আলম নুর (দি ডেইলি ইন্ড্রাষ্ট্রি), সাংগঠনিক সম্পাদক সাজেদ রাজু (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদ জোবায়ের (দৈনিক মানবকন্ঠ), দফতর সম্পাদক আব্দুর রহমান আবির (ইন্স্যুরেন্সনিউজবিডি.কম) নির্বাচিত হয়েছেন।


এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, গাযী আনোয়ারুল হক (নিউ নেশন), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), আনিসুল ইসলাম নুর (দি ডেইলি সান), তৌহিদুর রহমান (একুশে টিভি), জিয়াউল হক সবুজ (বাংলাভিশন), একরামুল হক সায়েম (এটিএন বাংলা), মাহবুব রনি (দৈনিক ইত্তেফাক), সাদিয়া চৌধুরী (দ্বীপ্ত টিভি), মাহফুজুল ইসলাম (বার্তা ২৪.কম), সুলতানা কাকন (বৈশাখী টিভি), শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল২৪) ও এজাজ সৌমিক (ইন্ডিপেন্ডেন্ট টিভি)।


সদ্য বিদায়ী সভাপতি গাযী আনোয়ারুল হকের সভাপতিত্বে সভাটি সঞ্চলনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মওলা।

সফলতার গল্প এর আরও খবর: