মহেশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আশেক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) :
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যুবকদের শরীর গঠনের সাথে সাথে মন ও মননের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সমাজ উন্নয়ন, জাতিগঠন ও বিশ্ব সভ্যতার বিকাশেও ক্রীড়াচর্চা অপরিহার্য।
২৭ ফেব্রুয়ারি (সোমবার) হোয়ানক ইউপি সদস্য আশেক ইলাহী পৃষ্ঠপোষকতায় বড়ছড়ায় নবনির্মিত শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক-এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মীর কাসেম চৌধুরীর, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউ পি চেয়ারম্যান ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক এহেসানুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক ছৈয়দুল কাদের, সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ ওয়াহিদ চৌধুরী শামীম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকছুদ আলম, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশেক মাহমুদ সবুজ, ইউনিয়ন যুবলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নোমান লেদু, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কান্তি দে, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক আনসারুল করিম প্রমূখ।
উদ্বোধনী ম্যাচের প্রথম দিনে হোয়ানক বড়ছড়া আশেক মেম্বার একাডেমীকে ২-০ গোলে হারিয়ে কালারমারছড়া লাল দল বিজয় লাভ করেন।

