বশেফমুবিপ্রবির নতুন প্রক্টর হিসাবে দায়িত্ব পেলেন এস.এম. ইউসুফ আলী
প্রকাশ: ১৩ মে ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন | শিক্ষা
মোঃ সাদেকুল ইসলাম সাকিব (বশেফমুবিপ্রবি প্রতিনিধি) :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস.এম. ইউসুফ আলী।
বুধবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ধারা ৯(১) অনুযায়ী ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জানাব এস এম ইউসুফ আলী-কে তার মূল দায়িত্বের পাশাপাশি ০২ (দুই) বছরের জন্য প্রক্টর (ভারপ্রাপ্ত) অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে নবনিযুক্ত প্রক্টর এস এম ইউসুফ আলী বলেন, শিক্ষার্থীদের জন্য সুন্দর একটা শিক্ষার পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাস সৃষ্টি জন্যই এ দায়িত্ব দেওয়া হয়েছে তাই এ দায়িত্ব যেন আমি সুন্দর ভাবে পালন করতে পারি এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি এবং বিশ্ববিদ্যালয়ের সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।
তিনি ২০০২ সালে বেলতৈল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে ২০০৪ সালের এইচএসসি পাস করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী শেষ করেন।
৩৩ তম বিসিএস এর মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে বর্তমানে ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর (ভারপ্রাপ্ত)।

