রংপুর অঞ্চলের পপুলার লাইফ ইনস‍্যূরেন্স এর উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২২ মে ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

রংপুর অঞ্চলের পপুলার লাইফ ইনস‍্যূরেন্স  এর উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ  রংপুর অঞ্চলের পপুলার লাইফ ইনস‍্যূরেন্স কোম্পানী লিমিটেড এর উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন,বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস‍্যূরেন্স এসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইনস‍্যূরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইনস‍্যূরেন্স কোম্পানী লিমিটেড এর ব‍্যবস্হাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী স‍্যার। এসময় তিনি   ও  বীমা দাবীর চেক হস্তান্তর করেন। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীসহ পপুলার লাইফ ইনস‍্যূরেন্স কোম্পানী লিমিটেড এর উর্ধতন কর্মকর্তারা  ।


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: