বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ হলের ৫ সহকারী প্রভোস্টের নিয়োগ

 প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন   |   শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ হলের ৫ সহকারী প্রভোস্টের নিয়োগ


সিদ্দিকুর রহমান (বেরোবি প্রতিনিধি) :

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  শহীদ মুখতার ইলাহী হলের  নতুন সহকারী প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম সজীব , একই বিভাগের নিয়াজ মাখদুম এবং বাংলা বিভাগের প্রভাষক খায়রুল ইসলাম পলাশ।


এছাড়াও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্টের হিসেবে নিয়োগ পেয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের প্রভাষক শরিফা আক্তার নিপা ও  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইফ্ফাত আরা বাঁধন ।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে তাদেরকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়।


এই নিয়োগ আদেশ ১৩ জুন ২০২৩ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

শিক্ষা এর আরও খবর: