বেরোবির ফিল্ম এন্ড আর্ট সোসাইটির নেতৃত্বে রাতুল বসাক-শিশির
প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন | শিক্ষা
সিদ্দিকুর রহমান (বেরোবি প্রতিনিধি):
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ফিল্ম এন্ড আর্ট সোসাইটির (ফ্লাস) আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি প্রকাশিত।এতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাতুল বসাক এবং সাধারণ সম্পাদক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী খালেদুল ইসলাম শিশির নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৪ জুন) কবি হেয়াত মামুদ ভবন এর ৩য় তলায় ফ্লাস “দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভায় সবার সম্মতিক্রমে তাদের কাছে সংগঠনের দায়িত্ব অর্পণ করা হয়।
এছাড়া সহ সভাপতি হিসেবে নির্বাচিত হোন লোক প্রশাসন বিভাগের মোছা:আসমা আক্তার ইভা, অর্থনীতি বিভাগের মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী এবং জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের আতিক শাহরিয়ার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্লাসের ছাত্র উপদেষ্টা জসীম উদ্দীন রিয়াজ, সেলিনা আক্তার হেনা ও মাহমুদ হাসান সৃজন।
এ সময় সংগঠনটির নির্বাচিত সাধারণ সম্পাদক:খালেদুল ইসলাম শিশির বলেন, আমি এমন প্রতিভাবান দলের সাথে কাজ করতে পেরে সত্যিই আনন্দিত এবং ক্লাবের সাফল্যে অবদান রাখার যথাসাধ্য চেষ্টা করবো। যারা আমাকে এই কাজের জন্য সমর্থন করেছেন তাদের সবাইকে অসখ্য ধন্যবাদ। সকলকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সাংস্কৃতিকমূখী করার যথাসাধ্য চেষ্টা করবো।
নতুন নির্বাচিত সভাপতি রাতুল বসাক বলেন, ফ্লাসের সাথে কাজ করে আমি সত্যি আনন্দিত। সর্বদা চেষ্টা করেছি সকলের সাথে কাজ করার। আমরা সকলেই বন্ধুত্বপূর্ণ ভাবে সকল কাজ করেছি। সভাপতি একটি সংগঠনের শুধু একটি দায়িত্বই মনে করি। কাজ তো করি আমরা সকলে মিলে, সকলকে নিয়ে, সকলের জন্য। ফ্লাস একটি সৃজনশীল মানুষদের সংগঠন। সৃজনশীল সকলেই আমাদের সদস্য হতে পারবে। আর আমি সর্বদা চেষ্টা করবো বেরোবির সকল সৃজনশীল মানুষদের সাথে একত্রে মিলে কাজ করার। সকলের কাছে এই আশির্বাদই চাই।

