পায়ে হেটে হজ করতে যাওয়া আলিফ মাহমুদের ইতিহাস সৃষ্টিতে সহায়তা করলেন হাব সভাপতি
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন | ধর্ম

দীর্ঘ নয় মাস পায়ে হেটে সৌদিআরব পৌঁছান আলিফ মাহমুদ। পায়ে হেটে হজ করার এতো সাধনা ভিসা জটিলতায় পড়ে। আলিফের ছিলো ওমরাহ ভিসা, এ ভিসায় হজ করা দন্ডনীয় অপরাধ। এ খবর পেয়ে তখন আলিফের কাছে ছুটে আসেন হাব সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এম শাহাদাৎ হোসাইন তছলিম। পরে হাব সভাপতি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর সাথে যোগাযোগ করে অতি জটিল প্রক্রিয়াকে সহজ করতে সক্ষম হন।
বাংলাদেশ থেকে হেটে হজে আসা আলিফ মাহমুদ ইতিহাসের পাতায় নাম লেখালেন আর এই ইতিহাসের অন্যতম স্বাক্ষী হয়ে রইলেন এম শাহাদাৎ হোসাইন তছলিম।
ঐতিহাসিক সেই মুহুর্তের কিছুটা তিনি তার ফেসবুকে লিখেছেস। কিংস নিউজ তা হুবহু তুলে ধরছে...
" আমার জানা মতে এই যুগে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ করতে আসা একমাত্র ব্যক্তি আলিফ মাহমুদ। ৯ মাসের বেশী সময়ে সউদি আরবে পৌছে ইতিহাস সৃষ্টি করেছেন আলিফ মাহমুদ।আলিফ মাহমুদের ইচ্ছা শক্তি ও নিয়তের উপর দৃঢ় থাকার কারনে এই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছেন মহান আল্লাহর কৃপায়। কিন্তু সউদি আরবে সে ওমরাহ ভিসা নিয়ে প্রবেশ করায় তার হজ করা সম্ভব ছিলনা। কারন সউদি আইনে ওমরাহ ভিসায় এসে হজ করলে জেল ও জরিমানার বিধান আছে। গত কয়েকমাস বহু চেষ্টা করেছি তাকে সউদি সরকারের মাধ্যমে হজ করানোর। সউদি হজ ও ওমরাহ ভাইস মিনিষ্টার ড. আব্দুল রহমান আল মাশাত ও উপমন্ত্রীর শরনাপন্ন হয়েছিলাম। সউদি ক্রীড়া মন্ত্রনালয়ের ধারস্হ হয়েছিলাম। কিন্তু বিষয়টি সউদি আইন কভার করে না , তাই আমরা আলিফ মাহমুদের হজ করা নিয়ে অনিশ্চয়তায় পতিত হলাম। অবশেষে বহু প্রচেষ্টা ও আমার শুভাকাংখীদের সহায়তায় আলিফ মাহমুদের হজ করার বৈধ ব্যবস্হা করতে পারলাম। আমি চেষ্টা করেছি আলিফ মাহমুদের বহু কাংখিত ও আবেগ অনুভুতি ও ধর্মীয় প্রবল ইচ্ছার হজ পালনের সকল বাধা দূর করতে। আমি উসিলা মাত্র। মহান আল্লাহর সাহায্যেই সব সম্ভব হয়েছে। মহান আল্লাহ আলিফ মাহমুদের হজ কবুল করুন। বিশেষ কৃতজ্ঞতা মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং এম ওয়াই আলাউদ্দিন।"