আলোচিত মেয়র সাময়িক বরখাস্ত
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন | সারাদেশ

জেলা প্রতিনিধি: বিভিন্ন অনিয়মের অভিযোগে সিলেটের বিশ্বনাথ পৌরসভার আলোচিত মেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এ ব্যাপারে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল প্রভাবশালী উপরওয়ালা নেতা কর্তৃক প্রভাবিত হইয়া স্বীয় রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে অন্যায় ও বেআইনীভাবে আমাকে আমার পদ থেকে অপসারণে মেতে উঠেছে। কোন অবস্থাতেই তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। আমরা আইনের আশ্রয় গ্রহণ করছি।