দূরপাল্লার পরিবহনে যাত্রীদের পুলিশি নিরাপত্তা জোরদার

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন   |   জেলার খবর

দূরপাল্লার পরিবহনে যাত্রীদের পুলিশি নিরাপত্তা জোরদার

শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):

কনকনে শীতে ঘন কুয়াশার কারণে সুনামগঞ্জ থেকে ঢাকা গামী যাত্রী পরিবহনের নিরাপত্তায় সুনামগঞ্জ জেলা পুলিশ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে।পরিবহনে ডাকাতি রোধে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে পেশাদারিত্বের সাথে কাজ করছে সুনামগঞ্জ জেলা পুলিশ।সুনামগঞ্জ সদরের দিরাই পয়েন্ট থেকে প্রতিটি গাড়ি চেক ও তথ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে পুলিশ প্রটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। 

সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের নির্দেশে সকল থানা এলাকার মহাসড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের এই কাজে সহযোগিতা করছে পরিবহন সংস্থার সদস্যবৃন্দ।পুলিশের এমন উদ্যোগে প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।  সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ জানান, সুনামগঞ্জের পুলিশ সুপারের নেতৃত্বে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী পরিবহনে যাত্রী নিরাপত্তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুনামগঞ্জ সদরের দিরাই পয়েন্ট থেকে প্রতিটি গাড়ি চেক ও তথ্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে পুলিশ প্রটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে পরিবহনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যতদিন প্রয়োজনীয়তা অনুভব হবে ততোদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলার খবর এর আরও খবর: