শরণখোলায় পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আলোচনা সভা
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন | জেলার খবর
সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):
শরণখোলায় পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত বসুন্ধরা শুভসংঘ শরণখোলা উপজেলা শাখার আয়োজনে গত শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়। এর মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ শরণখোলা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির নির্বাহী সদস্য মো. মতিয়ার রহমান খাঁন।
বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ শরণখোলায় শিক্ষা, সচেতনতা ও মানবিক সহায়তা বাড়ানো জরুরি। ঝরেপড়া শিক্ষার্থী, দরিদ্র পরিবার, নারী ও যুব সমাজকে কেন্দ্র করে কাজ করলে টেকসই উন্নয়ন সম্ভব। সভায় নতুন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়।
