বঙ্গবন্ধুর সমাধিতে সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকার শ্রদ্ধা নিবেদন
প্রকাশ: ২৮ অগাস্ট ২০২২, ০১:০৩ পূর্বাহ্ন | প্রেসরিলিজ
আজ শনিবার (২৭ আগস্ট) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিরাজগঞ্জ জেলা সমিতি ঢাকা, এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী ৩০ লাখ শহীদ, জাতীয় ৪ নেতা ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়।

