ব্রাহ্মণবাড়িয়ায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৩ অগাস্ট ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী গ্রাহকদের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন এবং এ সময় বীমার গুরুত্ব ও গ্রাহক আস্থার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বীমা মানুষের জীবনে একটি নিরাপত্তা বলয় তৈরি করে। আমাদের কোম্পানি সর্বদা গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। দাবিদারদের দ্রুততম সময়ে বীমা দাবির অর্থ প্রদানই আমাদের দায়িত্ব ও প্রতিশ্রুতি।”
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।