বেরোবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত ৬ জনই নারী শিক্ষার্থী
প্রকাশ: ০২ মে ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন | শিক্ষা
সিদ্দিকুর রহমান (বেরোবি প্রতিনিধি): বাংলাদেশ বিশববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’ এর জন্য মনোনিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী। সোমবার (১ মে) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। যেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) থেকে ৬ জন নারী শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্যে মনোনীত হয়েছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯' এর জন্য মনোনীত হয়েছেন। তালিকাটি ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ তালিকার বিষয়ে কোনো প্রার্থীর/বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুনির্দিষ্ট অভিযোগ/আপত্তি থাকলে যথাযথ প্রমাণসহ আগামী ০৫ মের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশন বরাবর লিখিতভাবে এবং ই-মেইলের মাধ্যমে অবহিত করতে বলা হয়েছে।
ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত ১৭৮ জনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচিতরা হলেন,
মানবিক অনুষদের ইতিহাস ও প্রত্নতত্ব বিভাগের জবেদা আক্তার (৩.৬২) , সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের রুমি বেগম (৩.৮৩) বিজ্ঞান অনুসদের রসায়ন বিভাগের মোছা: শ্রাবণী আক্তার (৩.৯২) বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শামসুন্নাহার কেয়া (৩.৭৬), ব্যবসা শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগের জান্নাতারা মুন (৩.৭৬) দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের রকুতা সালাম (৩.৮২)
উল্লেখ্য, ইউজিসি কতৃক প্রণীত প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান সংক্রান্ত নীতিমালার আলোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইপূর্বক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করে থাকে ইউজিসি। সেখানে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর স্বর্ণপদকে ভূষিত হয়।

