ব্রিটিশ হাইকমিশনে রানির প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:০৭ পূর্বাহ্ন | রাষ্ট্র প্রধান / সরকার প্রধান

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত রানির প্রতি সম্মান জানাতে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষরের পর রানির সাথে তার সুখ স্মৃতিচারণ করেন। সোমবার বিকেলে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত রানির প্রতি সম্মান জানাতে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষরের পর রানির সাথে তার সুখ স্মৃতিচারণ করেন।
এ সময় শোক বইয়েও সই করেন শেখ হাসিনা। ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এই বইটি খোলা হয়। এর আগে, প্রধানমন্ত্রী হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। রানির প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনে আসায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রানিকে শ্রদ্ধা জানাতে যাওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো ঢাকার ব্রিটিশ হাইকমিশন সফর করলেন প্রধানমন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও সামরিক সচিব মেজর জেনারেল কবির আহম্মদ।