রাষ্ট্রপতির সঙ্গে ভুটানে নিযুক্ত বাংলাদেশের নয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০১:৫৭ অপরাহ্ন   |   রাষ্ট্র প্রধান / সরকার প্রধান

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানে নিযুক্ত বাংলাদেশের নয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের নয়া রাষ্ট্রদূত শিব নাথ রায়।

রাষ্ট্রপতির প্রেস সচিব  মো. জয়নাল আবেদীন বাসস’কে জানান, সাক্ষাৎকালে তিনি দায়িত্ব পালনে রাষ্টপতির দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান উল্লেখ করে রাষ্ট্রপ্রধান হামিদ এ সম্পর্ক আরো জোরদার করতে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


রাষ্ট্র প্রধান / সরকার প্রধান এর আরও খবর: