নারীদের সফলতা তুলে ধরে জাতিসংঘে তিন প্রস্তাব শেখ হাসিনার
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০২:২৮ অপরাহ্ন | রাষ্ট্র প্রধান / সরকার প্রধান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ২২) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদরদপ্তরে ‘ট্র্যান্সফরমেটিভ সলুশন্স বাই উইমেন লিডারস টু টুডেইজ ইন্টারলিংকড চ্যালেঞ্জেস’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
যেকোন সংকটে কার্যকর সমাধান খুঁজতে সিদ্ধান্ত গ্রহণে নারীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সদরদপ্তরে ‘ট্র্যান্সফরমেটিভ সলুশন্স বাই উইমেন লিডারস টু টুডেইজ ইন্টারলিংকড চ্যালেঞ্জেস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে নারীদের সফলতার কথা উল্লেখ করে তিন দফা প্রস্তাবনা তুলে ধরেন।