প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানালো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৩:২৩ অপরাহ্ন   |   রাষ্ট্র প্রধান / সরকার প্রধান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানালো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

জাতিসংঘের ৭৭ তম সাধারণ অধিবেশনে অংশ গ্রহণ শেষে রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ওয়াসিংটন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ওয়াশিংটনের ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

এসময় ওয়াশিংটন মেট্রো, ভার্জিনিয়া, মেরিল্যান্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগসহ সব সহযোগী নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।

গত ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে যুক্তরাজ্য সফর শেষে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী।


নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাংক অনুসরণ করে ২৩ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেন।


২০ থেকে ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনা বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকের পাশাপাশি সরকার, রাষ্ট্র ও বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন।



রাষ্ট্র প্রধান / সরকার প্রধান এর আরও খবর: